Mission & Vision (মিশন এবং ভিশন)
ODF Digital Marketing Company Ltd (Orphan Development Family) একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজলভ্য করি। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য কেনাকাটার সুযোগ তৈরি করা এবং ব্যবসায়ীদের জন্য বিক্রয় বৃদ্ধির পথ সুগম করা।
Mission
- বিশ্বস্ত পণ্য সরবরাহঃ সরকার অনুমোদিত সুপ্রতিষ্ঠিত কোম্পানির উচ্চমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা।
- দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সরবরাহঃ আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ভোক্তাগণ প্রতিদিনের প্রয়োজনীয় সব ধরনের পণ্য ও সেবা ক্রয়ের সুযোগ পাবেন।
- অফলাইন ও অনলাইন কেনাকাটাঃ আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে ভোক্তারা অফলাইনে বিভিন্ন দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি সহজ ও ব্যবহারবান্ধব (user-friendly) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও অর্ডার, আয় ট্র্যাকিং এবং মার্কেটিং করার সুযোগ পাবেন।
- প্রশিক্ষণ ও মোটিভেশনঃ নিয়মিত অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ, সেমিনার এবং নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা।
- ভোক্তা ও গ্রাহক সম্প্রসারণঃ সহযোগিতার ভিত্তিতে সদস্য সংখ্যা ও আয়ের সুযোগ বাড়ানো।
- কার্যক্রমের প্রসারঃ বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় ODF-এর ডিজিটাল মার্কেটিং কার্যক্রমের প্রসার ঘটানো।
Vission
- ১ কোটি নিবন্ধিত গ্রাহকঃ আগামী ৫ বছরের মধ্যে ১ কোটি গ্রাহক বা ভোক্তাকে ODF-এর নিবন্ধিত সদস্যে রূপান্তর করা, যারা সবসময় আমাদের তালিকাভুক্ত দোকান থেকে কেনাকাটা করবেন।
- ১০০% ডিজিটাল অপারেশনঃ প্রতিটি সদস্যকে ডিজিটাল সুবিধার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।