ODF24.com | ODF DMCL

Whatsapp Support

+880 1635-254142

Mobile Support

+880 1635-254141

ODF ডিজিটাল মার্কেটিং কোম্পানি কি?

ODF Digital Marketing Company Ltd হচ্ছে Orphan Development Family এর একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে উৎপাদনকারী, বাজারজাতকারী, মধ্যস্বত্বভোগী এবং ভোক্তা—সকলেই সরাসরি লাভবান হচ্ছেন। এর ফলে ভোক্তা ও ব্যবসায়ীদের আর্থিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

আমাদের প্রতিষ্ঠানে নিবন্ধিত ব্যক্তিরা তালিকাভুক্ত দোকান থেকে পণ্য ও সেবা ক্রয়ের মাধ্যমেই আর্থিক সুবিধা বা ডিসকাউন্ট পাবেন। এখানে কোনো ধরণের অর্থ বিনিয়োগের প্রয়োজন নেই। এটি কোনো ব্যাংক, বীমা, এনজিও কিংবা এমএলএম বা বিনিয়োগভিত্তিক আর্থিক সংস্থা নয়।

শুধু নিবন্ধিত ভোক্তাগণ আমাদের তালিকাভুক্ত দোকান থেকে প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও সেবা গ্রহণের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে, এর মাধ্যমে আমাদের তালিকাভুক্ত দোকানদার বা ব্যবসায়ীরা অধিক কাস্টমার পাবেন এবং অতিরিক্ত পণ্য বিক্রয়ের মাধ্যমে তারাও আর্থিকভাবে লাভবান হবেন।

Leave a Comment