Privacy Policy (গোপনীয়তা নীতি)
- ০১. কাস্টমার ওডিএফ দোকান থেকে বাংলাদেশ আইনানুযায়ী সকল বৈধ পণ্য বা সেবা ক্রয় করবে।
- ০২. দোকান থেকে পণ্য বা সেবার লভ্যংশের ৫০% অথবা চুক্তি অনুযায়ী পণ্য ক্রয়ের যে কোনও শতাংশ (%) পয়েন্ট সংগ্রহ করবে।
- ০৩. পণ্য বা সেবা ক্রয় এবং ভোক্তা রেজিষ্ট্রেশনের মাধ্যমেই পয়েন্ট সংগ্রহ করবে।
- ০৪. যখন কেনাকাটার মাধ্যমে ১০০ পয়েন্ট সংগ্রহ হবে তখন একজন ভোক্তা/গ্রাহক স্টার মেম্বার হবে।
- ০৫. স্টার মেম্বার হলে ২ টি ইনকাম পাবে।
-
- ক) স্টার ইনকাম: কোম্পানীর লভ্যাংশের ১০% এর অংশীদার হবেন, ১০ নং বোনাস পাওয়া পর্যন্ত।
- খ) স্টার বোনাস: শর্ত সাপেক্ষে নির্ধারিত ১ বছরের মধ্যে প্রতিষ্ঠানের সেলসের উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ১২টি বোনাস পাবেন।
-
- ০৬. উল্লেখিত সকল ইনকাম সিস্টেম থেকে নেওয়ার জন্য প্রত্যেক মাসে ন্যুনতম ৩০ পয়েন্টের কেনাকাটা করতে হবে। স্টার মেম্বার যদি গ্রাহক রেজিষ্ট্রেশনে আগ্রহী না হন, সেক্ষেত্রে তাকে প্রতি মাসে ৫০ পয়েন্টের কেনাকাটা করতে হবে।
- ০৭. যে কোনো ইনকাম সিস্টেম থেকে উইথড্র করলে ৫% সার্ভিস চার্জ হিসেবে কর্তন করা হবে।
- ০৮. কাস্টমারকে সর্বদা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
- ০৯. কাস্টমার হয়ে প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী তথা সিস্টেম ব্যতিরেকে ভিন্ন প্রক্রিয়ায় কোন কাজ করলে কাস্টমারের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- ১০. কাস্টমার হিসেবে আপনি অত্র প্রতিষ্ঠানের বিধি বিধান মেনে চলতে বাধ্য থাকবেন।
- ১১. ওডিএফ ডিএমসিএল এ প্রফেশনালী কাজ করার সময়ে আপনি প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কোন কাজ করলে কাস্টমার আইডি বøক করা হবে এবং আপনার বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি কর্তৃপক্ষ/প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন প্রকার মামলা মোকদ্দমা করতে পারবেন না।
- ১২. উভয়পক্ষ নোটিশ প্রদানের মাধ্যমে ওডিএফ ডিএমসিএল এ প্রফেশনালী কাজ হতে অব্যহতি দিতে/নিতে পারবে।
- ১৩. প্রফেশনালী কাজ হতে অব্যাহতি নেওয়ার আগে প্রতিষ্ঠানের সকল হিসাবপত্র, ব্যবহৃত সরঞ্জাম ও অফিসের যাবতীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দিয়ে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
- ১৪. প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত ও নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন অথবা বাতিল করতে পারেন। এই বেপারে কোনো আপত্তি গ্রহণ যোগ্য হবে না । ওডিএফ ডিএমসিএল এর পক্ষ থেকে আপনাকে সার্বিক সহযোগীতার পূর্ণ আশ্বাস প্রদান করছি।